You have reached your daily news limit

Please log in to continue


দিয়াবাড়ির এসব স্ট্রিট ফুডের দোকানে মিলবে নানা স্বাদের সামুদ্রিক মাছ

মেট্রোরেলের বদৌলতে দিয়াবাড়ি আজকাল সহজ গন্তব্য হয়ে উঠেছে। মেট্রোরেল পল্লবী স্টেশন পেরোলেই স্বস্তি পায় চোখ। কংক্রিট ছাড়িয়ে দেখা যায় খোলা সবুজ প্রান্তর আর মনোরম লেক। মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন থেকে হাতের বাঁয়ে দিয়াবাড়ির দিকে কিছুটা পথ গেলেই বিশাল জায়গাজুড়ে শ খানেক খাবারের দোকান। সবই স্ট্রিট ফুড। জায়গাটাও বেশ রমরমা।

স্ট্রিট ফুড শুনে শুধু চটপটি, ফুচকা, মোমো মনে করলে ভুল করবেন। এসব তো আছেই, সঙ্গে পাবেন বিশেষ কয়েক ধরনের খাবার। মাঝামাঝি সারি ধরে এগিয়ে গেলে চোখে পড়ে বেশ কয়েকটি সামুদ্রিক মাছের দোকান। কী নেই? চিংড়ি থেকে শুরু করে লবস্টার, স্কুইড, কোরাল, রুপচাঁদা ছাড়াও মিলবে ছোট-বড় নানা আকারের রং-বেরঙের সামুদ্রিক মাছ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন