নিউ ইয়র্কের নতুন মাঠে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অফিসিয়াল ওয়ার্মআপ ম্যাচ হওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিলো। তবে শেষ পর্যন্ত প্রতিটি দলের পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচে ব্যবস্থা রেখেছে আইসিসি। যুক্তরাষ্ট্রর বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ পরেও বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ পাচ্ছে দুটি। যার একটি আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষেই। আরেকটি হবে নিউ ইয়র্কের নতুন স্টেডিয়ামে, ভারতের বিপক্ষে।
নিউ ইয়র্কের আইজেনহাওয়ার পার্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে স্রেফ পাঁচ মাসে। গতকাল এই স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্যারিবিয়ান কিংব্বদন্তি কার্টলি অ্যামব্রোস। ছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বর্তমান দলের দুই ক্রিকেটার কোরি অ্যান্ডারসন ও মোনাঙ্ক প্যাটেলকেও রাখা হয়েছিল আয়োজনে।