দেশে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

যুগান্তর প্রকাশিত: ১৬ মে ২০২৪, ২২:৫৯

কয়েকদিনের স্বাভাবিক তাপমাত্রার পর বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রার তীব্রতা বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর ঢাকায় ৩৭.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে, যদিও অনুভূতি ছিল বেশি। তীব্র গরমে কর্মব্যস্ত রাজধানীবাসীকে হাঁসফাঁস করতে দেখা গেছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমে দেশের বিভিন্ন এলাকায় তীব্র দাবদাহে ৩ জনের মৃত্যু ও ২৫ জনের অসুস্থ হওয়ার খবর জানা গেছে। 


বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, কংক্রিটের শহর খ্যাত রাজধানী ঢাকা শহরে ১০ দিনের ব্যবধানে মানুষ আবারো বিশেষ সতর্কতা অবলম্বন করে চলছে। রিকশাচালক, দিনমজুর, কুলি এবং ফুটপাতের ব্যবসায়ীদের গরমে নাভিশ্বাস বাইতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর বুধবার নতুন করে দুদিনের হিট অ্যালার্ট জারি করেছে। প্রথম দিনে রাজধানীতে জনজীবনে নাকাল অবস্থা লক্ষ্য করা গেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও