![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024May/bhahurupi-movie-160524-01-1715840477.jpg)
ফের থ্রিলার সিনেমা আনছেন শিবপ্রসাদ-নন্দিতা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২৪, ১৬:৩২
দুর্গাপূজার মাস পাঁচেক আগেই কলকাতার পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের পূজার সিনেমার খবর এসেছে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এবারে তারা থ্রিলার ঘরানার কাজ করছেন। সিনেমার নাম ‘বহুরূপী’, সম্প্রতি দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে।
শিবপ্রসাদ-নন্দিতার এবারে সিনেমাতেও নায়ক আবীর চট্টোপাধ্যায়। তবে নায়িকা হয়েছেন ঋতাভরী চক্রবর্তী, আরও আছেনকৌশানী মুখোপাধ্যায় এবং পরিচালক শিবপ্রসাদ নিজেও।