অবসরের পর দীর্ঘদিন কোহলির খোঁজও পাওয়া যাবে না
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৬ মে ২০২৪, ১৬:২৬
খেলোয়াড়দের জীবনে কোনো না কোনো সময় তো ইতি টানতেই হয়। কেউ হয়তো আগে অবসর নেন, কেউবা পরে। অবসরের পর বিশেষ পরিকল্পনা তো খেলোয়াড়দের থাকেই। বিরাট কোহলি এমন প্রসঙ্গ নিয়ে এক রকম মজা করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পথচলা শুরু ২০০৮ সাল থেকে। একই বছর শুরু হয় আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম থেকে এখনো খেলে চলেছেন তিনি। মাঠ অথবা মাঠের বাইরে দীর্ঘ ১৬ বছর তাঁর সঙ্গে কত ঘটনাই তো ঘটেছে। বয়স যখন ৩৫ পেরিয়েছে, মাঝেমধ্যে অবসরের গুঞ্জনও শোনা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গত রাতে প্রকাশিত ভিডিওতে কোহলি বলেন, ‘যখন আমার শেষ (ক্যারিয়ার) তখন আমি চলে যাব। আপনারা আমাকে দেখতে পাবেন না অনেক দিন। তাই যতদিন খেলব, তত দিন আমার পুরোটা দিয়ে খেলব। এটাই আমাকে সব সময় খেলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
- ট্যাগ:
- খেলা
- অবসর
- আন্তর্জাতিক ক্রিকেট
- বিরাট কোহলি