৮৩ বছর বয়সে ডক্টরেট

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৪, ১৭:১১

৮৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মেরি ফাউলার নামের এক নারী। এর মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি বয়সে ডক্টরেট করার রেকর্ড করলেন তিনি।


এর আগে তিনি ম্যাপল স্প্রিং ব্যাপিস্ট বাইবেল কলেজ এবং সেমিনারি থেকে ব্যাচেলর ডিগ্রি ও দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বলেন, শুরুর দিকে তিনি মনে করেছিলেন, দীর্ঘ এই পথ তিনি পাড়ি দিতে পারবেন না। 


ফাউলার ডব্লিউজেএলএ টিভিকে বলেন, ‘আমি কখনো ভাবিনি, আমি একটা সেমিস্টারও শেষ করতে পারব। কারণ, সেই স্কুল শেষ করেছি ১৯৫৯ সালে। এটা জানতাম না, ডক্টরেট করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারব কি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে