নতুন যেসব প্রযুক্তির ঘোষণা দিল গুগল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে গতকাল মঙ্গলবার (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠিত নিজেদের বার্ষিক ডেভেলপার বা প্রোগ্রামার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৪’তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বেশ কিছু সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। সম্মেলনে শুরুতেই ভিডিও চিত্রের মাধ্যমে গুগলের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়। এরপর মঞ্চে আসেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। স্বাগত বক্তব্যের পর নতুন যুক্ত হতে যাওয়া প্রযুক্তির ধারণা দেন তিনি। সম্মেলনে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য পণ্য ও সেবাগুলো দেখে নেওয়া যাক—
গুগল ফটোজে জেমিনি, নতুন সুবিধা ‘আসক ফটোজ’
গুগল ফটোজে এখনো সার্চ সুবিধা রয়েছে। তবে এটিকে আরও উন্নত ও পরিশীলিত রূপ দিতে যুক্ত হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট জেমিনি। শুধু তা–ই নয়, ‘আসক ফটোজ’ নামের নতুন সুবিধাও যুক্ত হচ্ছে গুগল ফটোজে। শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা গুগল ফটোজে কী খুঁজছেন, তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শনাক্ত করে দ্রুত খুঁজে দেব এই সুবিধা। গুগলের তথ্যমতে, বর্তমানে প্রতিদিন প্রায় ৬০০ কোটি ছবি গুগল ফটোজে আপলোড করা হয়। ফলে নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজনীয় ছবি খুঁজে পাবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন প্রযুক্তি
- গুগল