ত্বকে ফোসকা পড়লে কী করবেন

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৪, ১৩:৪৮

ত্বকের ওপর অনেক সময় ফোসকা বা ফুসকুড়ি দেখা যায়। ফোসকার ভেতর সাধারণত পরিষ্কার তরল (সিরাম), কখনো রক্ত বা পুঁজ থাকে। নানা কারণে ত্বকে ফোসকা পড়তে পারে। কারণের ওপর নির্ভর করে ফোসকার ধরন ও উপসর্গ ভিন্ন হয়ে থাকে।


যদি প্রদাহের কারণে ফোসকা পড়ে, তবে সাধারণত ব্যথা ও লালচে ভাব দেখা যায়, যেমন ভুল মাপের জুতা পরায় আঘাত, পুড়ে যাওয়া, যেকোনো ইনজুরি ইত্যাদি। পুড়ে যাওয়ার কারণে ফোসকা হলে এবং অটোইমিউন রোগ এপিডা‌র্মোলাইসিস বু‌ল্লোসা হলে চামড়া উঠে যেতে দেখা যায়। ভাইরাসের সংক্রমণে জ্বর এলে ঠোঁটের কাছে প্রায়ই অনেকের ফোসকা পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও