You have reached your daily news limit

Please log in to continue


এবার ‘ডুন’ সিরিজে আসছেন টাবু

তিন দশকের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করা ভারতীয় অভিনেত্রী টাবুকে আবারো দেখা যাবে হলিউডে। এবার তিনি আসছেন এইচবিও ম্যাক্সের ডুন সিরিজের প্রিক্যুয়েল ‘ডুন: প্রফেসি’তে।

ইন্ডিয়া টুডে লিখেছে, এই পর্বে টাবু সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে অভিনয় করবেন, যা এ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রনসহ যুক্তরাষ্ট্রের আরও অনেকে অভিনয় করছেন এ পর্বে।

‘সিস্টারহুড অব ডুন’ উপন্যাস অবলম্বনে লেখা হয়েছে এর চিত্রনাট্য। অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হলেও ‘ডুন: প্রফেসি’র প্রিমিয়ারের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন