You have reached your daily news limit

Please log in to continue


সাগরপারে উৎসবের শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। সিনেমাপ্রেমীরা ইতিমধ্যে পৌঁছে গেছেন ফ্রান্সের কান সৈকতে। আগামী ১১ দিনের জন্য সেখানে বসবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা। উৎসবের মূল ভবন পালে দ্য ফেস্টিভ্যালে টানানো হয়েছে বিশাল আকৃতির পোস্টার। জাপানের প্রয়াত পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘র‌্যাপসোডি ইন আগস্ট’ সিনেমাকে ঘিরে হয়েছে এবারের অফিশিয়াল পোস্টার। বিভিন্ন দেশের ২২টি সিনেমা জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। ১৮টি সিনেমা লড়বে আঁ সার্তে রিগার্ডে। ২৫ মে পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে উৎসবের।
 
উদ্বোধনী সিনেমা 

উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ান্তাঁ দ্যুপিয়ো। অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড প্রমুখ। সিনেমাটি আজ ফ্রান্সের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন