![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/05/14/8d08296a9a82d76e4e0c0878f52cce46-6642cf0a420a5.jpg)
মায়ের সুরে ইন্নিমা গাইলেন ‘মায়ের আঁচল’
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৪ মে ২০২৪, ১২:০৫
ইন্নিমা রোশনীর জন্ম শিল্পী পরিবারে। তাঁর বাবা বাউল আবুল সরকার, মা আলেয়া বেগম। কোক স্টুডিওর ‘কথা কইও না’র সুবাদে আলেয়া বেগম এখন গানপ্রিয় প্রতিটি মানুষের কাছে অতিপরিচিত। মেয়ে ইন্নিমা ভালো বেহালা বাজান। মায়ের সঙ্গে অনেক গানেই বেহালায় সংগত দেন তিনি। মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তোলেন গান। ‘মায়ের আঁচল’ গানটি ছোটবেলায় শুনেছেন মায়ের কণ্ঠে। আলেয়া বেগমের সুর করা গানটি নিজেও গুনগুন করে গাইতেন।
স্টুডিওতে একদিন ইন্নিমার কণ্ঠে গানটি শুনলেন পাভেল আরিন। পছন্দও করলেন। পাভেল তখন লিভিং রুম সেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। ইন্নিমার কণ্ঠে গানটি শুনে পাভেল সিদ্ধান্ত নিলেন প্রথম সিজনেই গানটি প্রকাশ করবেন। ১২ মে বিশ্ব মা দিবসে মাকে নিয়ে করা সেই গানটি ইউটিউবে প্রকাশ পেল টাইম জোন নিবেদিত পাভেল আরিনের লিভিং রুম সেশনে।
- ট্যাগ:
- বিনোদন
- গান গাওয়া
- কোক স্টুডিও