মিরাজ–চমক দিতে পারেন নির্বাচকেরা
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কারা থাকবেন? প্রশ্নটা কয়েক দিন আগে করলেও কমবেশি সবাই সম্ভাব্য ১৫ জন ক্রিকেটারের নাম বলে দিতে পারতেন। এখনো হয়তো সেটা সম্ভব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় পেসার তাসকিন আহমেদ শরীরের ডান পাশে চোট পাওয়ায় কিছু হিসাব উল্টাপাল্টা হয়ে গেছে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঠিক করতে এখন আইসিসি নির্ধারিত সর্বশেষ সময় ২৪ মে পর্যন্তই অপেক্ষা করতে হবে।
তবে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের আগে হিউস্টনে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির প্রস্তুতিমূলক সিরিজের দল ঘোষণা করবে আজ দুপুরে। সেই দল হতে পারে ১৭ বা ১৮ জনের। বিশ্বকাপের জন্য শেষ পর্যন্ত এখান থেকেই বেছে নেওয়া হবে ১৫ ক্রিকেটারকে।
সুখবর হলো, যুক্তরাষ্ট্র সিরিজে খেলতে না পারলেও বিশ্বকাপ সামনে রেখে আজ ঘোষিতব্য দলে থাকছেন তাসকিন। তবে তাসকিনের থাকাটাও কোনো চমক নয়। যুক্তরাষ্ট্র সিরিজের দলে চমক যদি কেউ হন, সেটা হতে পারেন মেহেদী হাসান মিরাজ।