অষ্টম শ্রেণি পাস প্রার্থী স্কুল কমিটিতে ‘স্নাতক’

সমকাল মাদারগঞ্জ প্রকাশিত: ১৪ মে ২০২৪, ১০:১০

জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম আতিকুর রহমান লেবু। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে আসীন হওয়ার সময় ‘লেবু মিয়া’ নামে ব্যবহার করেছেন স্নাতক (অনার্স) পাসের সনদ। একই ব্যক্তি মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সময় হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অষ্টম শ্রেণি পাস। মনোনয়নপত্রের সঙ্গে সংযোজন করেছেন সনদ ও বিদ্যালয়ের প্রত্যয়নপত্র।


উপজেলার কাতলামারী গ্রামের মৃত এফাজ উদ্দিন সরকারের ছেলে আতিকুর রহমান লেবু। তিনি পেশায় দলিল লেখক। তাঁর বিরুদ্ধে জাল সনদ নেওয়ার লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি। তিনি নিজেও দুই নামে সনদ নেওয়ার কথা স্বীকার করেছেন। উপজেলা শিক্ষা অফিস থেকে জানা গেছে, আতিকুর রহমান ২০২১ সালের ৭ জুন থেকে ‘লেবু মিয়া’ নাম ব্যবহার করে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এ জন্য ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি’ নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ দাখিল করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও