এসি বন্ধ রেখেও বিদ্যুৎ বিল বাড়ছে, যা করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মে ২০২৪, ২১:৩৮

তীব্র তাপপ্রবাহে এসি ব্যবহার করে বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গেছে। তবে এখন আবহাওয়া সহনীয় হওয়ায় এসি বন্ধ রাখছেন। তারপরও দেখা যাচ্ছে বিদ্যুৎ খরচ বাড়ছে, সেই সঙ্গে বিদ্যুৎ বিলও বেশি আসছে। অনেকেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছুক্ষণ এসি চালানোর পর এসি বন্ধ করেন, আবার পরে প্রয়োজন হলে চালাতে পারেন।


এসি বন্ধ রেখেও বিদ্যুৎ বিল বাড়লে যা করতে পারেন দেখে নিন-


>> রিমোট থেকে এসি বন্ধ করলেও নাকি বিদ্যুৎ খরচ হতেই থাকে। এতে অল্প সময়ের জন্য এসি চালানোর পরেও বিদ্যুতের বিল অনেক বেশি আসে।


>> বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগান। রাতে ঘুমানোর সময় বা প্রয়োজন মিটলেই রিমোট থেকে এসি বন্ধ করে দেন। সেই সময় প্রায় কেউই মেন সুইচ থেকে এসি বন্ধ করেন না। তাতে ইনডোর ইউনিট বন্ধ হয়ে গেলেও আউটডোর ইউনিট চলতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও