দেওয়ান পরিবারের ৬৪ বছর আগলে রাখা গান ‘মা লো মা’
বংশ পরম্পরায় লোকসংগীতের পালা গান করে আসছে দেওয়ান পরিবার। মানুষের সঙ্গে স্রষ্টা ও প্রকৃতির রহস্যের সংযোগ দেখা যায় তাদের গানে।
সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমে 'মা লো মা' পরিবেশন করে আধ্যাত্মিক সংগীতের জাদু তুলে ধরেছেন আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান। গানটি বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছিল। বিশ্বজুড়ে ট্রেন্ডিংয়ের তালিকায় ছিল ৩০তম অবস্থানে।
খালেক দেওয়ানের লেখা ও প্রীতম হাসানের সুর করা 'মা লো মা' গানটিতে আদি ও আধুনিকের অপরূপ সংমিশ্রণ দেখা গেছে, যা মুক্তির অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
দেওয়ান পরিবারের গানের ঐতিহ্যের সূচনা হয় আলেপ চান শাহের হাত ধরে। তিনি আলফু দেওয়ান নামে পরিচিত। তার দুই ছেলে- খালেক দেওয়ান ও মালেক দেওয়ান 'সওয়াল-জওয়াব' (প্রশ্ন ও উত্তর) এর মতো নাটকীয় ভঙ্গিমায় আধ্যাত্মিক গান পরিবেশন করে এই ঐতিহ্য ধরে রেখেছেন।