You have reached your daily news limit

Please log in to continue


২২ রোগের চিকিৎসায় কার্যকর, সবার রান্নাঘরেই রয়েছে এই মশলা

চর্মরোগ, নিঃশ্বাসের দুর্গন্ধ, বমি, ডায়রিয়া, সর্দি-কাশি, পরিপাকতন্ত্রের সমস্যা, দাঁত, নাক, কান, নারীদের দুধ বৃদ্ধির সমস্যা, চোখ, রাতকানা, ম্যালেরিয়া, মূত্রনালির রোগ, পাইলসসহ অন্তত ২২টি রোগের চিকিৎসায় কার্যকর মশলা। এতে রয়েছে আয়রন, কপার, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাসিয়ামের মতো পুষ্টিগুণ। সাধারণ এই মশলা সবার রান্নাঘরেই রয়েছে। এর নাম জিরা। ছোট্ট একটা মশলা কিন্তু উপকার বিশাল। 

ভারতের নগর বালিয়ার সরকারি আয়ুর্বেদিক হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক প্রিয়াঙ্কা সিং, আয়ুর্বেদে এমডি এবং মেডিসিনে পিএইচডি করেছেন। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, জিরা ঔষধি গুণে পরিপূর্ণ। যারা কোলেস্টেরলে ভুগছেন তাদের জন্য জিরা আশীর্বাদস্বরূপ। কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

প্রিয়াঙ্কা সিং বলেছেন, ঔষধি গুণে পূর্ণ ভেষজগুলোর বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। তাই যদি কারও দীর্ঘস্থায়ী রোগ বা অন্য কোনও সমস্যা থাকে, তাহলে একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করার পরেই জিরা ব্যবহার করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন