কোহলির কাছ থেকে শিখেছেন রিজওয়ানরা
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মে ২০২৪, ১১:৫৮
সর্বোচ্চ রানের স্কোরটা ফখর জামানের। ৪০ বলে ৬টি করে চার ও ছক্কায় ৭৮ রান করেছেন এই বাঁহাতি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মোহাম্মদ রিজওয়ানের হাতে, যাঁর ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৭৫ রান।
রানে পিছিয়ে থাকলেও রিজওয়ান সেরার পুরস্কার পেয়েছেন ম্যাচটা অপরাজিত থেকে শেষ করে এসেছেন বলে। গতকাল ডাবলিনে রিজওয়ান ও ফখরের দুই ফিফটিতে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান, যে জয় সিরিজে ১–১ সমতা এনে দিয়েছে সফরকারীদের। ম্যাচ শেষে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে ভারতের বিরাট কোহলির কাছ থেকে শেখার কথা জানিয়েছেন রিজওয়ান। বলেছেন, ভারতের ব্যাটিং তারকাকে তিনি সম্মান করেন।