You have reached your daily news limit

Please log in to continue


সন্তান জন্ম না দিয়েও মাতৃত্ব উপভোগ করেন মিমি

নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতে ভালবাসেন মিমি চক্রবর্তী। সে ভাবেই সব দায়িত্ব পালন করেন। তিনি নায়িকা। সাবেক সংসদ সদস্য। কিন্তু সন্তানদের প্রসঙ্গ উঠলে শুধুই মাতৃত্ব ছলকে পড়ে প্রতি বাক্যে। তিনি তখন যেন আর পাঁচজন মায়ের মতোই।

বেশিক্ষণ বাইরে কাজ করলেই তিন সন্তানের কথা মনে হয় মিমির। মনখারাপ হলেও তাদের দেখতে ইচ্ছা করে। যখন বাড়িতে থাকেন, তখন তাই সন্তানদের সঙ্গেই সময় কাটান।

নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতেই ভালোবাসেন মিমি চক্রবর্তী। সেভাবেই সব দায়িত্ব পালন করেন। তাদের খাওয়াদাওয়া থেকে ‘স্পা’য়ে গিয়ে আহ্লাদ— সব কিছুর দিকে সমান নজর। 

মিমি বলেন, মাতৃত্ব উপভোগ করার জন্য সব সময়ে সন্তানের জন্ম দিতে হয় না। নিজের মতো করে ভালোবাসলে এবং দায়িত্ব পালন করেও মা হওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন