শিশুর চশমা লাগে কেন
প্রথম আলো
প্রকাশিত: ১২ মে ২০২৪, ১২:৪৮
ইদানীং প্রায় সব শিশুর দূরে দেখার জন্য চশমা লাগে। ঘরে ঘরে খুব ছোট, এমনকি চার–পাঁচ বছরের শিশুদের চোখেও চশমা। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, কেন এ পরিস্থিতি। চিকিৎসাশাস্ত্রের ভাষায় এটিকে বলা হয় মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি। কাছে সবকিছু ভালো দেখা যায়, কিন্তু দূরে দেখা যায় না।
কারণ
- পরিবেশগত
- জন্মগত বা জেনেটিক
- অজ্ঞাত কারণ (ইডিওপ্যাথিক)
- আমাদের আধুনিক জীবনযাপনে এসেছে আমূল পরিবর্তন। বড়রা বাইরে থাকেন জীবিকার প্রয়োজনে আর শিশুরা থাকে ঘরে, স্কুলে বা কোচিংয়ে। তাদের হাতে দেওয়া হয় স্মার্টফোন, কম্পিউটার ইত্যাদি; যা চোখের মারাত্মক ক্ষতি করে। চার দেয়ালে আবদ্ধ থেকে তাদের দৃষ্টিশক্তিও ওই চার দেয়ালেই আবদ্ধ থাকে।