১০৬ বছর বয়সে স্কাইডাইভ করে রেকর্ড পুনরুদ্ধার
প্রথম আলো
প্রকাশিত: ১২ মে ২০২৪, ১২:৩৭
স্কাইডাইভ বেশ রোমাঞ্চকর অনুভূতি। অনেকেই করতে চায়, ব্যয় বহনের সামর্থ্যও আছে, কিন্তু সাহস করে উঠতে পারে না। আর বেশি বয়সী হলে তো কথাই নেই। কিন্তু ১০৬ বছর ৩২৭ দিন বয়সী এক শতায়ু ব্যক্তি পুনরায় এ সাহস দেখিয়ে হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আলফ্রেড ‘এল’ ব্লাসচক ২০২০ সালে ১০৩ বছর বয়সে উড়োজাহাজ থেকে লাফ দিয়ে টেনডেম স্কাইডাইভ (প্রশিক্ষকের সঙ্গে একই প্যারাস্যুট নিয়ে ঝাঁপ দেওয়া) করে সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভারের খেতাব অর্জন করেছিলেন। কিন্তু তাঁর রেকর্ড ভেঙে দিয়েছিলেন সুইডেনের এক সাহসী নারী। রুত লিন য়া ইনগেগার্ড লারসন ১০৩ বছর ২৫৯ দিন বয়সে সেই রেকর্ড গড়েছিলেন।