উত্তরা: শহরের ভেতর আরেক শহর

ডেইলি স্টার প্রকাশিত: ১১ মে ২০২৪, ২১:১৬

ঢাকার জিরো পয়েন্ট থেকে উত্তরার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। অন্যদিকে নারায়ণগঞ্জের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। অথচ রাজধানীবাসীর কাছে নারায়ণগঞ্জ যতটা দূর মনে হয় উত্তরা ততটা নয়।


এক সময় বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা ঢাকা ধীরে ধীরে উত্তরে সম্প্রসারিত হয়েছে। কালের বিবর্তনে তা গিয়ে ঠেকে যে লোকালয়ে তা-ই এখন 'উত্তরা' নামে পরিচিত।


দুই দশক আগেও উত্তরাকে বলা হতো 'ঢাকা থেকে একটু দূরে'। অনেকেই শহরের কোলাহল থেকে একটু দূরে উত্তরাকে বেছে নিতেন নিরিবিলি পরিবেশে থাকার জন্য। এই এলাকার অনুষঙ্গ গাছপালা, খোলা জায়গা, আধুনিক ডিজাইনের নতুন নতুন বাড়ি।


নব্বইয়ের দশকের আগে উত্তরায় সবুজ-জলাভূমি ও খোলা মাঠ ছাড়া ইট-কাঠ-পাথরের ঘর-বাড়ির সংখ্যা খুব বেশি ছিল না। মূলত তখন থেকেই এই নির্জন শহরতলী প্রাণবন্ত আবাসিক ও বাণিজ্যিক নগরীতে পরিণত হতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও