এই ‘চামড়ার ব্যাগ’ কলাগাছ থেকে তৈরি
লেদারের মতো দেখতে কিছু ব্যাগ সম্প্রতি অনলাইন–দুনিয়ায় ভাইরাল। ২০২৩ সালে ‘শিক্ষার্থীদের অস্কার’–খ্যাত ‘হাল্ট প্রাইজ’ পেয়েছে এই ব্যাগের প্রকল্প ‘বানোফি লেদার’। ভারতের মুম্বাইকেন্দ্রিক প্রকল্পটির উদ্যোক্তা জিনালি মোদি ও তাঁর দল হাতে তুলেছে পুরস্কার। কলাগাছের বাকল আর পাতা দিয়ে ফেব্রিক তৈরি করে ‘বাস্তব সমস্যার সমাধান করে, এ রকম আইডিয়া’ বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন তাঁরা। জিনালি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে স্নাতোকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। তা ছাড়া উদ্যোক্তা হিসেবেও দুই বছর হলো যাত্রা শুরু করেছেন।
প্রতিবছর সারা বিশ্বে ১০০ বিলিয়ন কলা খাওয়া হয়। আর সারা বিশ্বে যত কলার চাহিদা, তার শতকরা ২৫ ভাগ পূরণ করে ভারত। এক টন কলা উৎপাদন করতে চার টনের বেশি বর্জ্য উৎপাদিত হয়। এর ভেতরে রয়েছে কলাগাছের পাতা ও বাকল। এগুলোর খুব কম অংশই পুনরায় ব্যবহৃত হয়। জিনালির প্রতিষ্ঠান থেকে যে সমস্ত পণ্য তৈরি হয়, তার সবই তৈরি হয় কলাগাছের তন্তু থেকে। ইতিমধ্যে তাঁর প্রতিষ্ঠান ১ লাখ কেজি কলার বাকল ও পাতা থেকে ফেব্রিক তৈরি করেছে।
- ট্যাগ:
- লাইফ
- তৈরি
- কলাগাছ
- চামড়ার ব্যাগ