উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত হলো কি?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ মে ২০২৪, ১৯:১৯

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে উপজেলা নির্বাচন প্রশ্নাতীত করতে চেয়েছে আওয়ামী লীগ। অংশগ্রহণমূলক করতে সরে এসেছে দলীয় প্রতীক ব্যবহার থেকে। দলীয় প্রভাবমুক্ত রাখতেও মন্ত্রী, এমপি ও নেতাদের নির্দেশনা দেওয়া হয়। তবু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম, লড়েছেন মন্ত্রী-এমপির স্বজনরা। হামলা, জালভোট, ভয়ভীতি প্রদর্শন সবই ছিল। এতকিছুর পর প্রশ্ন উঠছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট কি প্রভাবমুক্ত হলো?


আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে নির্দেশনা দেন। দলের শীর্ষ নেতারাও বলছেন ‘আত্মীয়-স্বজনের কালচারটি ভয়ঙ্কর।’ কেউ কেউ আবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। পুরোপুরি প্রভাবমুক্ত নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন কোনো নেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও