মিষ্টিকুমড়ার বীজ থেকে যেভাবে তেল বানাবেন, রূপচর্চা করবেন
মিষ্টিকুমড়া কাটার সময় আমরা সাধারণত বীজ ফেলে দিই। এই ফেলনা জিনিসই কিন্তু রূপচর্চার দারুণ এক উপকরণ। বিদেশে মিষ্টিকুমড়ার বীজের তেল কিনতে পাওয়া যায়। আমাদের দেশে এই তেল সহজলভ্য নয়। তবে চাইলে বাড়িতেই মিষ্টিকুমড়ার বীজ থেকে সহজে বানিয়ে নিতে পারেন এই তেল। চুল পড়া ঠেকাতে এটি বেশ কার্যকর; ত্বকের শুষ্কতা রোধ করতে কিংবা উজ্জ্বলতা বাড়াতেও মিষ্টিকুমড়ার বীজের তেল ব্যবহার করা যায়।
কুমড়ার বীজের তেল একধরনের এসেনশিয়াল অয়েল। এই তেল বা নির্যাস সরাসরি ব্যবহার করা যাবে না। এ জন্য আপনাকে আরেকটি তেলের সাহায্য নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে, যে বীজের নির্যাস নেওয়া হবে, তা যেন পানির সংস্পর্শে না আসে। কীভাবে মিষ্টিকুমড়ার বীজ থেকে নির্যাস বের করতে হবে, কোন তেলের সাহায্য নিতে হবে, আর এর ব্যবহারই-বা কেমন, সেসবের বিস্তারিত জানালেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী।
- ট্যাগ:
- লাইফ
- তেল
- মিষ্টিকুমড়া
- বীজ