এই গরমে ঘামাচি থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়
যুগান্তর
প্রকাশিত: ০৯ মে ২০২৪, ১৬:২২
গরম এলেই দুশ্চিন্তা বাড়ে অনেকের। কারণ গরম এলেই বাড়ে ঘামাচির অত্যাচার। অনেকে বিভিন্ন ধরণের পাউডার ব্যবহার করেও মেলে না প্রতিকার। ঘামাচির কারণে বিব্রত হন অনেকে। কারণ ঘামাচি চুলকানি যেন অসহ্যকর তেমনি আপনার স্বাভাবিক চলাফেরা ব্যহত হয়। আর দৈহিক সৌন্দর্য নষ্ট করে।গরমে ঘাড়, পিঠ, গলা, হাত, মুখসহ শরীরের নানা স্থানে লাল ছোট ছোট ঘামাচি দেখা দেয়। ঘামাচির কারণে অসহ্য রকম চুলকানিও হয়।
আসুন জেনে নেই ঘামাচি তাড়ানোর ঘরোয়া উপায়-
- ট্যাগ:
- স্বাস্থ্য
- গরমে
- গ্রীষ্মের গরমে
- ঘামাচি