‘অমূল্য’ সম্পদ হারিয়ে গেলে কী করবেন

প্রথম আলো প্রকাশিত: ০৭ মে ২০২৪, ১৫:৪১

খুব যত্ন করে রাখার পরও বহু কিছুই তো জীবন থেকে হারিয়ে যায়। অর্থমূল্যে ‘দামি’ জিনিস যেমন হারায়, তেমনি হারাতে পারে অমন ‘অমূল্য’ সম্পদও। মনের ভুলে হারাতে পারে, বাসা বদল করার সময়ও হারাতে পারে। হারিয়ে যাওয়া সেই জিনিস খুঁজতে কত কীই–না আমরা করি! আপনি কী করেন? হারানোর আগে যেখানে ওই জিনিস শেষবারের মতো ‘আছে’ বলে জানা ছিল, সেখানটা তন্নতন্ন করে খুঁজে দেখেন নিশ্চয়। অন্য কোথাও ছিল বলে মনে হলে সেই জায়গাও হয়তো খুঁজে দেখেন। হয়তো চোখ বুজে ভাবেন, কোথায় শেষ দেখেছিলেন।


হয়তো ঘরটাকে নিঃশব্দ করে ভাবেন পুরো বিষয়টা। খাটের নিচ, সোফার খাঁজ, এমনকি ময়লার বালতিখানাও হাতড়ে দেখেন হয়তোবা। বোধ করি, কাছের মানুষের সহায়তাও নেন। যেমনভাবে ছোট শিশু মাকে বলে, ‘আম্মু, আমার পেনসিলটা খুঁজে পাচ্ছি না!’ ঠিক তেমনিভাবেই হয়তো কোনো মানুষের সাহায্য চান, যাকে আপনি ভরসা করেন। মূল্যবান জিনিসের জন্য হয়তো থানা-পুলিশও করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও