কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রেম-সুরে চলছে ‘লোপা-জয় এক্সপ্রেস’

প্রথম আলো প্রকাশিত: ০৫ মে ২০২৪, ১৩:০৭

প্রায় দুই যুগ ধরে সংসার করছেন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। ভালোবেসেই বয়সে বড় লোপার হাত ধরেছিলেন জয় সরকার। বয়সে ছোট জয়ের বাজনা, সংগীত–দর্শনের প্রেমে পড়েছিলেন লোপাও। এমনটি জানিয়েছেন তাঁরাই। তবে তাঁদের প্রেমময় সম্পর্কের কথা কারওই অজানা নয়।


বিটিএস, টেলর সুইফটকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন নব্বইয়ের এই জনপ্রিয় গায়িকা
তাই তো মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই প্রেমের কিছুটা ছাপ রেখে দেন এই দম্পতি। এবারও তা–ই ঘটেছে। বিশাল এক পোস্টে লোপার প্রেমে এখনো যে কতটা হাবুডুবু খান জয়, সেটিই বোঝাতে চেয়েছেন গায়ক। জানিয়েছেন, কীভাবে লোপার সঙ্গে আলাপ-প্রেম। ব্যক্তিজীবনের সঙ্গী থেকে গানের ভুবনের সহযাত্রীকে নিয়ে দারুণ সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জয় সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও