‘অদক্ষ’ সিডিএর কাঁধে ২৪০০ কোটি টাকার ঋণের বোঝা
প্রথম আলো
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ১১:১৮
দফায় দফায় সময় বাড়িয়েও তিনটি জনগুরুত্বপূর্ণ প্রকল্পের একটিরও কাজ শেষ করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর ফলে খরচ বেড়েছে ৪ হাজার ৭০৬ কোটি টাকা। ব্যয় বেড়ে যাওয়ায় সরকার এখন সব অর্থ অনুদান হিসেবে দিচ্ছে না। বাড়তি অর্থের একটি অংশ সরকারের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে সিডিএকে।
এই ঋণের পরিমাণ ১ হাজার ৬৬৫ কোটি টাকা। এর বিপরীতে সুদ দিতে হবে অন্তত ৭৬০ কোটি টাকা। এর বাইরে প্রকল্পগুলোর কাজ শেষ করতে সিডিএর নিজস্ব তহবিল থেকে খরচ ৭৫৩ কোটি টাকা। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করা এবং জোগান দেওয়ার মতো আর্থিক সক্ষমতা সিডিএর নেই।
প্রকল্প ব্যবস্থাপনায় সিডিএর অদক্ষতার কারণে এই বড় অঙ্কের ব্যয় বেড়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ঋণ পরিশোধ আর নিজস্ব তহবিল থেকে টাকা খরচ করতে গেলে সংস্থাটির আর্থিক শৃঙ্খলা ভেঙে পড়বে।