You have reached your daily news limit

Please log in to continue


নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জাল-নৌকা নিয়ে বুধবার ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। মৎস্য ঘাট ও জেলেপল্লিতে উৎসবের আমেজ দেখা গেছে। দুই মাস পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে আড়তগুলোতে।

দেশের ৬টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে। ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ রাখা হয়।

এদিকে মধ্যরাতে চাঁদপুরের চরভৈরবী থেকে ষাটনল পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় বিচরণ করছেন প্রায় অর্ধলক্ষাধিক জেলে। যৌথ অভিযানে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এবার ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন