
শহীদ জননী জাহানারা ইমাম : বাঙালির কোমল গান্ধার
কী অপূর্ব এই স্মরণমুহূর্ত! চারপাশের বেকায়দা সময়ে আমাদের হাবা যৌবন যখন গত প্রায়, তখনই পৌরাণিক ফেরেশতার মতো ক্যালেন্ডারে নেমে আসে তেসরা মে—শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন—আমাদের স্থানাঙ্ক খুঁজে পাওয়ার দিন।
কতগুলো নিবিড় বিষণ্নতা আমাদের অলৌকিক শুভকামনার সঙ্গে উড়ে যায় তার দিকে—তিনি গ্রহণ করেন, অথবা করেন না; কারণ তিনি তো জানেন—শহীদ রুমীর মতো আসমুদ্রহিমাচল হৃদয় আমাদের নেই। তাই ক্রুশবিদ্ধ যিশুর মতো তিনিও যন্ত্রণাকে বরণ করেন ক্ষমার আদরে।