অনেকেই কাজের প্রয়োজনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের অনলাইন কার্যক্রমের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে গুগল অ্যাকাউন্ট। তবে চাইলেই গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করা তথ্যগুলো মুছে ফেলা যায়। গুগল অ্যাকাউন্ট থেকে তথ্য মুছে ফেলার পদ্ধতি দেখে নেওয়া যাক।
কম্পিউটার থেকে তথ্য মুছে ফেলার জন্য প্রথমে জিমেইল লগইন করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ ট্যাবে ক্লিক করে বাঁয়ে থাকা ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি' অপশনে ক্লিক করতে হবে। এবার ‘হিস্ট্রি সেটিংস’–এর নিচে থাকা ‘মাই অ্যাক্টিভিটি’ ট্যাবে ক্লিক করলেই গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করা সব তথ্য দেখা যাবে। এরপর ডিলিট বাটনে ক্লিক করে তথ্য মুছে ফেলার সময়সীমাও নির্ধারণ করতে হবে। এবার ডিলিট বাটনে ক্লিক করলেই সব তথ্য মুছে যাবে।
You have reached your daily news limit
Please log in to continue
গুগল অ্যাকাউন্টে রাখা তথ্য মুছে ফেলবেন যেভাবে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন