![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F7f357cb3-0b92-4d13-82db-52324b874915%252Fsporshia_kochchop_1714416824_3357094102923147851_319111591.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D0.9)
হলুদে স্পর্শিয়ার কানে ছিল মাসাবার নকশা করা চন্দ্র–সূর্যের দুল
প্রথম আলো
প্রকাশিত: ০২ মে ২০২৪, ২০:২৫
১৩ ফেব্রুয়ারি অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়ার জীবনের একটা বিশেষ দিন। এদিন সকালে গায়েহলুদ, রং খেলা শেষে ঝাউবনে সন্ধ্যা নামলে হয়েছে ‘সংগীত’। চৈত্রের শেষ দিনে কক্সবাজারের পাহাড় আর সুমদ্রকে সাক্ষী রেখে আনন্দে মেতে ওঠেন সবাই। এই ‘ডেস্টিনেশন ওয়েডিং’–এ অংশ নেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য আর বর–কনের কাছের বন্ধুরা। বর সিলেটের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছবিতে দেখে নেওয়া যাক আয়োজনের বিস্তারিত। ছবি তুলেছে লা ইভেন্তো বাই কাজী আরেফিন।
স্পর্শিয়া হলুদে পরেছিলেন অ্যাম্বাররঙা (হলুদ আর সোনালির মিশ্রণে গাঢ় একটা রং) একটি শাড়ি। শাড়িটি তিনি প্রতিবেশী দেশ থেকে সংগ্রহ করেছেন