![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/google-20240502155547.jpg)
গুগলের নতুন ফিচার, যে সুবিধা পাবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ মে ২০২৪, ১৬:৪৫
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল। সারাক্ষণই কোনো না কোনো কাজে ব্যবহার করছেন গুগল। এবার গুগল ক্রোমে এসেছে নতুন ফিচার্স। এখন থেকে খুব সহজেই ওয়েবসাইট প্রি-লোড করতে পারবেন। যার মাধ্যমে সময় এবং কষ্ট দুই বাঁচবে। একটি বিশেষ অপশন আসছে ক্রোম ব্রাউজারে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট অপশন হিসেবে থাকে ক্রোম ব্রাউজার। অর্থাৎ আগে থেকেই ইনস্টল থাকে স্মার্টফোনে। এছাড়াও ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি গুগল ক্রোমই ব্যবহার করা হয়। আপনিও যদি প্রতিদিন এই ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে নতুন ফিচারটি আপনার বেশ কাজে আসতে পারে। যেখানে কোনো ক্লিক না করেই লোড হয়ে যাবে ওয়েবসাইট।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল
- নতুন ফিচার
- ফিচার