![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/05/02/petro.jpg?itok=FNghB2nL×tamp=1714620538)
আজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া
গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
আল জাজিরা জানায়, গতকাল বুধবার কলম্বিয়ার রাজধানী বোগোটায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।
তিনি বলেন, 'আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে, আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব...'।
পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলেও আখ্যায়িত করেছেন।
গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন ২০২২ সালে কলম্বিয়ার ক্ষমতায় আসা বামপন্থী এই নেতা।