বিচ্ছেদ হয়েছে মেয়ের, বিয়ের দিনের মতো বাদ্য বাজিয়ে ঘরে তুললেন বাবা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ মে ২০২৪, ২১:৩৮
হোক না বিয়েবিচ্ছেদ। তাতে ভেঙে পড়া যাবে না। আবার ঘুরে দাঁড়াতে হবে নতুন করে। বাঁচতে হবে নতুন করে। উপভোগ করতে হবে জীবনকে। মেয়ের বিয়েবেচ্ছেদের পর এই উপদেশই দিলেন বাবা। শুধু তাই নয়, রীতিমতো বাদ্য বাজিয়ে সন্তানকে ঘরে ফিরিয়ে এনেছেন তিনি। বাবার এই প্রগতিশীল মানসিকতা মন ছুঁয়ে গেছে সবার।
ঘটনাটি ঘটিছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে। বিএসএনএল কর্মী অনিল কুমারের মেয়ে উরভি পেশায় ইঞ্জিনিয়ার। ২০১৬ সালে ধূমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন অনিল। তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বামীর সঙ্গে দিল্লিতে থাকতে শুরু করেন উরভি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাদ্যযন্ত্র
- বিচ্ছেদ