You have reached your daily news limit

Please log in to continue


মে দিবস এবং শ্রমিকের লড়াই

আজ আমাদের টুটি টিপে ধরেছো।

কিন্তু আমাদের নীরবতা সেই কণ্ঠস্বরের চেয়েও অনেক শক্তিশালী হয়ে উঠবে।

এমন দিন আসবে!

[মে আন্দোলনের শ্রমিক নেতা আগস্ট স্পাইজারের ফাঁসির মঞ্চের বক্তব্য]

১৮৮৬ সালে মে দিবসের সূত্রপাত। এত বছরে আমাদের দেশের মেহনতি জনগণ এই দিবসের সুফল কতটা পেয়েছে তার হিসাব করা জরুরি। যদিও জটিল হিসাবে না গিয়ে সরল রেখাই বলা যায়, আমাদের দেশে এখনো শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ করে বাঁচার অধিকার পায়নি। যে মজুরি তাতে ৮ ঘণ্টা কাগজে কলমে থাকলেও বাঁচার জন্যই বাড়তি কাজ করতেই হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন