গাজার জন্য আন্দোলনের জোয়ার
যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাসে শিবির স্থাপন করেছেন। সেখান থেকে তাঁরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের শিখা প্রজ্বালিত করেছেন। তাঁদের দাবি, গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ফিলিস্তিনের দখলদারত্বের অবসানের বিষয়ে তাঁদের বিশ্ববিদ্যালয়গুলো যে জটিলতার মধ্যে আছে, তার অবসান ঘটাতে হবে।
শিক্ষার্থীদের এই প্রতিবাদের সবচেয়ে প্রথম ও দীর্ঘস্থায়ী ঘটনা ঘটেছে টেনেসির ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে। আসলে কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই প্রতিবাদের শিখা জ্বালিয়েছিলেন, যা বিশ্বব্যাপী সবার মনোযোগ আকর্ষণ করে। অভিজাত নিউইয়র্ক সিটি স্কুলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী শিক্ষার্থীদের দমনের সিদ্ধান্ত নেয় নিউইয়র্ক পুলিশ বিভাগ। আর এই এক সিদ্ধান্তে বিশ্বব্যাপী আন্দোলন শুরু হয় এবং এই প্রথম এ ধরনের আন্দোলন অগণিত মানুষের মাঝে আশার আলো জাগিয়েছে। গত ২৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কয়েক ডজন ক্যাম্পাস ছাড়িয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় প্রসার লাভ করেছে।
- ট্যাগ:
- মতামত
- আন্দোলন
- কঠোর আন্দোলন
- আন্দোলনের ঝড়