যুদ্ধাস্ত্র হিসেবে বাড়ছে রোবটের ব্যবহার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১৯:৫৫
বিজ্ঞান কল্পকাহিনির অনেক কিছুই এখন বাস্তবতা। যুদ্ধাস্ত্রের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। ইউক্রেন যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ অস্ত্রের ব্যবহার দেখা যাচ্ছে। রোবট বন্ধু হতে পারে, বিনোদন দিতে পারে কিংবা কিছু কাজেও সহায়কও হতে পারে। আরেক ধরনের রোবটও আছে, যাকে বলে কিলার রোবট। এখন পর্যন্ত হলিউডের মুভিতে আমরা এমন রোবট দেখেছি। তারা সব ধ্বংস করে, আবেগহীনভাবে হত্যা করে।
কৃত্রিম বুদ্ধিমত্তার অধ্যাপক টোবি ওয়ালশ বলেন, কিলার রোবট শুনলে বৈজ্ঞানিক কল্পকাহিনির মুভিতে দেখা রোবটের কথা মনে হয়। কিন্তু সমস্যা হলো, এগুলো এখন বাস্তবে হচ্ছে। এগুলো টার্মিনেটর রোবট নয়। এগুলো একধরনের ড্রোন যার ব্যবহার আমরা ইউক্রেন যুদ্ধে দেখতে পাচ্ছি। এসব ড্রোনকে মানুষের চেয়ে কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণের পরিমাণ বাড়ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রোবট
- ব্যবহার
- যুদ্ধ