ফেডারেশনের সিদ্ধান্তে ক্যারিয়ার শেষ ৩ খেলোয়াড়ের!
বাংলাদেশ ভলিবল ফেডারেশন জাতীয় দলের তিন খেলোয়াড়কে (পারভেজ মোশাররফ, তিতাস আহমেদ ও নোমান আহমেদ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ২০২৪ সালের ৩ এপ্রিল থেকে ২০২৯ সালের ২ এপ্রিল পর্যন্ত। শুধু জাতীয় দল নয়, ভলিবল ফেডারেশনের আওতাধীন কোনো প্রতিযোগিতাতেও তারা অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি ফেডারেশনের অধিভুক্ত সংস্থাগুলোকেও এই তিন খেলোয়াড়কে ভলিবল সংক্রান্ত কাজে সম্পৃক্ত না করার অনুরোধ করেছে।
ফেডারেশনের অবস্থান অনুযায়ী তিন খেলোয়াড়ের অপরাধ অনেক গুরু মনে হলেও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সঙ্গে যোগাযোগ করে জানা গেল খানিকটা ভিন্নতা, ‘তারা ক্যাম্পে নিয়মিত অনুশীলন করে না, পাশাপাশি বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে বেড়ায়। তাদের জন্য ক্যাম্পের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। এজন্য দুই বার কারণ দর্শানো নোটিশ দিলেও তারা শোধরায়নি। শৃঙ্খলার স্বার্থেই তাই এই সিদ্ধান্ত।’ জাতীয় ফুটবলাররা ক্লাব পর্যায়ে খেলে কাড়ি কাড়ি অর্থ পান। এরপরও ছুটি পেলে সামান্য-সুযোগে বা নানা কারণে খ্যাপ খেলেন এমন অভিযোগ শোনা যায় প্রায়। সেখানে ভলিবল খেলোয়াড়দের এমন অভিযোগের প্রেক্ষিতে এত বড় সিদ্ধান্ত তাই বড় প্রশ্নের উদ্রেক তৈরি করেছে।