![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-12%252Ff0252a4e-af7d-483f-aaf7-98577a871058%252Fprothomalo_bangla_2022_09_763c280b_fac7_4c51_bad9_02f30e67db2f_share_bazar_graph.webp%3Frect%3D0%252C33%252C800%252C533%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
তিন মাসে স্কয়ার ফার্মার মুনাফা ৪৭২ কোটি টাকা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১০:৩৩
চলতি বছরের প্রথম তিন মাসে ৪৭২ কোটি টাকা কর–পরবর্তী মুনাফা করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪২৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ৪৭ কোটি টাকা বা ১১ শতাংশ বেড়েছে।
এ ছাড়া চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে এ মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৯০ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৪৭৪ কোটি টাকা। ৯ মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১১৬ কোটি টাকা বা ৮ শতাংশ। গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই–মার্চ) আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সেই প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।