![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F637f2a9a-ea8d-46a1-82a3-b5872171a512%252F29042024_cm_5.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক প্রতিবন্ধকতা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৯
থ্যালাসেমিয়া একধরনের রক্তরোগ; যা বংশগতভাবে প্রবাহিত হয়। আমরা জানি, হিমোগ্লোবিন রক্তের খুবই গুরুত্বপূর্ণ উপাদান; যা উৎপন্ন হয় দুটি আলফা ও দুটি বিটা প্রোটিন দিয়ে। সাধারণত জিনগত ত্রুটির কারণে এ প্রোটিনগুলোর উৎপাদন কমে গেলে হিমোগ্লোবিনের উৎপাদন অস্বাভাবিক হয়, রক্তের লোহিতকণা ভাঙতে থাকে ও থ্যালাসেমিয়া রোগ দেখা দেয়। আর এ ত্রুটিপূর্ণ জিন বংশানুক্রমে মা-বাবা থেকে সন্তানের মধ্যে সংক্রমিত হয়।
সংক্রমণ
যদি মা-বাবার কেউ থ্যালাসেমিয়ার বাহক না হন, তবে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার আশঙ্কা নেই।
মা-বাবার কেউ একজন বাহক হলে ৫০ শতাংশ আশঙ্কা থাকে সন্তানের বাহক হওয়ার।