শব্দের আড়ালে গল্প: হরিলুট

www.ajkerpatrika.com রাজীব কুমার সাহা প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৪

বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি শব্দবন্ধ হলো হরিলুট। আমরা প্রায় সবাই এ শব্দবন্ধটি সরাসরি প্রয়োগ না করলেও বিভিন্ন ঘটনাচক্রে কমবেশি শুনেছি। বর্তমান সময়ে, বিশেষ করে হরিলুট শব্দের নেতিবাচক অর্থটির সঙ্গেই আমরা অধিক পরিচিত। কিন্তু হরিলুট শব্দের আক্ষরিক অর্থটি কী? শব্দবন্ধটি কীভাবে নেতিবাচক অর্থে বাংলা ভাষায় প্রবেশ করেছে? আজ জানব হরিলুট শব্দের আদ্যোপান্ত।


সংস্কৃত ‘হরি’ শব্দের সঙ্গে বাংলা ‘লুট’ শব্দ সহযোগে হরিলুট শব্দের উদ্ভব। এটি বিশেষ্য পদ। হরি বলতে সাধারণত ভগবান শ্রীবিষ্ণু, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণকেই মান্য করা হয়। বাংলা লুট শব্দের অর্থ বলপূর্বক হরণ বা লুণ্ঠন। শব্দটি এসেছে সংস্কৃত √লুঠ্ ধাতু থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও