এক জায়গায় সবাই একাকার!
ছেলেবেলার এক বন্ধু এসেছিল আমাদের বাসায় বেড়াতে। বহুদিন আগে সে এই রাজধানীতে এসেছিল। তখন রাস্তাঘাট এত উঁচুনিচু ছিল না। তাই বাসা চিনতে কষ্ট হতো না। এবার দুপুর বেলা কমলাপুরে ট্রেন থেকে নেমে সিএনজি স্কুটারে করে বাসার কাছাকাছি এসেও বাসা খুঁজে পাচ্ছিল না।
তাই মোবাইল ফোনে বার বার কল দিচ্ছিল। সিএনজিওয়ালা বন্ধুটির অসহায়ত্ব বুঝে ফেলে বোধহয় মওকা খুঁজছিল কিভাবে তার যাত্রীর সাথে প্রতারণা করা যায়। আড়াইশ’ টাকার ভাড়া মেটাতে গিয়ে খুচরা টাকা না থাকায় একটি এক হাজার টাকার নোট এগিয়ে দেয়। সে আবার আমাকে কল দেয়ার সময় সিএনজিওয়ালা একহাজার টাকার নোটটি নিয়ে বাকি টাকা ফেরত না দিয়ে দ্রুত স্কুটার চালিয়ে পালিয়ে যায়! এই, থামো থামো বলে বাকি টাকা ফেরত পাওয়া যায়নি।