You have reached your daily news limit

Please log in to continue


মূত্রের দাগওয়ালা এই প্যান্টের দাম জানেন?

এমন অদ্ভুত নকশার প্যান্ট হয়তো আপনি পরতে চাইবেন না। তবে অবিশ্বাস্য হলেও সত্য, ব্রিটিশ-ইতালীয় ব্র্যান্ড জর্ডানলুকার এই প্যান্টের খোঁজ আপনি অনলাইনে নিতে গেলেই দেখবেন, ‘সোল্ড আউট’! ২০২৩ সালে মিলান ফ্যাশন উইকের শরৎ–শীত কালেকশনের অংশ হিসেবে রানওয়েতে প্রদর্শন করা হয়েছিল এই প্যান্ট। এদিকে এর দাম দেখেও কিন্তু চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়!

অনলাইনে সমালোচনার ঝড় উঠেছে এই প্যান্টের নকশা নিয়ে। এ প্রসঙ্গে অনলাইনে দেওয়া এক ব্যক্তির মন্তব্য প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’, বক্তব্যটি ছিল এমন, ‘এখন আর বাথরুমে যাওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। মূত্রত্যাগ করে প্যান্ট ভিজিয়ে ফেলে অনায়াসেই সেটাকে ডিজাইন বলে চালিয়ে দেওয়া যায়!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন