সবুজ জ্বালানির বড় সম্ভাবনা সৌরবিদ্যুতে
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্য নিয়েছে সরকার। যার বড় অংশই সৌরবিদ্যুৎকেন্দ্রিক। তবে লক্ষ্য পূরণে বিনিয়োগ ও জমির স্বল্পতার কথা বলছে বিদ্যুৎ বিভাগ। যদিও শুধু ছাদ ব্যবহার করেই সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ব্যাপক সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। সম্ভাবনা থাকলেও সবুজ জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন এগোচ্ছে খুব ধীরগতিতে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করা হবে। বর্তমানে উৎপাদন সক্ষমতা আছে ১ হাজার ২২৬ মেগাওয়াট। যার মধ্যে ৯৯২ মেগাওয়াটই সৌরবিদ্যুৎ। বায়ু থেকে উৎপাদন সক্ষমতা প্রায় ৩ মেগাওয়াট। আর বায়োগ্যাস ও বায়োমাস মিলে আছে ১ মেগাওয়াট। এর বাইরে পানি থেকে ২৩০ মেগাওয়াট সক্ষমতা থাকলেও তা থেকে উৎপাদন হচ্ছে খুবই কম। বর্তমানে যে উৎপাদন সক্ষমতা, তার পুরোটা অবশ্য গ্রিডে যুক্ত নেই।