সাদা পোশাক ঘেমে হলদেটে হয়ে গেলে কী করবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১৯:২৯
গরমে স্বস্তি পেতে সাদা রঙের পোশাক পরছেন অনেকেই। কারণ সাদাসহ হালকা রঙের পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে। তবে সাদা পোশাকে ময়লাও হয় বেশি, আবার ঘামের দাগ বসে হলদেটে হয়ে যায়। যা দেখতেও বাজে লাগে। তাহলে উপায় কী? চলুন জেনে নেওয়া যাক সাদা পোশাক থেকে জেদি দাগ তুলবেন কীভাবে-
সাদা পোশাক পরিষ্কারের আগে দাগ লাগা অংশটি ভিজিয়ে রাখুন বেকিং সোডা মেশানো পানিতে। তারপর ডিটারজেন্টে ভিজিয়ে রেখে কেচে ফেলুন। আর অবশ্যই সাদা পোশাক ভালো রাখতে সঠিক ডিটারজেন্ট বেছে নিতে হবে।