You have reached your daily news limit

Please log in to continue


নতুন ২ বাইক আনছে রয়্যাল এনফিল্ড

জনপ্রিয় টু হুইলার সংস্থা রয়্যাল এনফিল্ড নতুন ২ বাইক আনছে বাজারে। সংস্থার ক্লাসিক সিরিজের দুটি পুরোনো মডেলেরই নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে বাজারে। এই বছরই আসবে এই দুটি নতুন আপডেটেড ভার্সন।

ক্লাসিক ৩৫০ মডেলটির জন্য নতুন ‘জে’ প্ল্যাটফর্মে বদলে যাওয়ার পর এটাই প্রথম আপডেট আসবে এই মডেলে। ২০২৪ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-র ফেসলিফট ভার্সনের তথ্য সেভাবে এখনো পাওয়া যায়নি। তবে অল এলইডি লাইট, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল এর মত ফিচারগুলো এতে জুড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন