আত্মীয় হিসেবে আপনি কেমন? জেনে নিন এই ১০ প্রশ্নে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৮
যাঁর সঙ্গে আত্মার সম্পর্ক, তিনিই তো আত্মীয়। কিন্তু পৃথিবীর নিয়মটাই এমন যে একই সঙ্গে মায়ের গর্ভে বেড়ে ওঠা দুটি শিশুর ব্যক্তিত্বও হয় ভিন্ন। স্বাভাবিকভাবেই আত্মীয়দের মধ্যেও ব্যক্তিত্বের ফারাক, ভাবনার অমিল আর মতের অনৈক্য থাকে। এত সব পার্থক্য সত্ত্বেও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাই প্রমাণ করে আত্মীয় হিসেবে আপনি কেমন।
কারও বাসায়, অনুষ্ঠানে, হাসপাতালে কিংবা হঠাৎ পথঘাটে আত্মীয়দের সঙ্গে দেখা হলে আপনি কেমন আচরণ করেন, মুঠোফোনে যোগাযোগের ক্ষেত্রেই–বা কীভাবে কথা বলেন, এসবই প্রমাণ করে আপনি তাঁদের প্রতি কতটা সহানুভূতিশীল কিংবা তাঁদের আত্মার কতটা কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। চলুন, আজ ১০ প্রশ্নের সাহায্যে জেনে নেওয়া যাক আত্মীয় হিসেবে আপনি কেমন।
- ট্যাগ:
- বিনোদন
- আত্মীয়
- আত্মীয় স্বজন
- আত্মীয়তা