![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/04/27/36a5f437e3589a7c7a04a79ad63d3a5a-662cb63f5cc62.jpg)
রামায়ণ সিনেমার সেট থেকে রণবীর-সাই পল্লবীর লুক ফাঁস
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১৫:৫০
কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও রামায়ণের সেট থেকে ফাঁস হয়ে গেল রাম-সীতা চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীর লুক। অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোনো কলাকুশলী ফোন ব্যবহার করতে পারবে না বলে আগেই জানিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি।
বড় বাজেটের এই ছবি নিয়ে যথেষ্ট সতর্ক ছিলেন তিনি। তবে এর পরও প্রকাশ্যে এসেছে সিনেমাটির বেশ কিছু মুহূর্তের ছবি।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- রণবীর সিং
- রামায়ণ
- সাই পল্লবী