রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রথম ইউনিটের উৎপাদন শুরু ডিসেম্বরে
সঞ্চালন লাইন প্রস্তুত হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি চলতি ডিসেম্বরে চালু হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হচ্ছে।
পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দুই বছর বাড়িয়ে সেটি ২০২৭ সাল পর্যন্ত পৌঁছাবে।
গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত জয়েন্ট কো-অরডিনেশন কমিটির এক সভায় বৈশ্বিক ও স্থানীয় নানা প্রতিবন্ধকতা তুলে ধরে প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন হয়।
প্রকল্প সূত্র ও আনবিক শক্তি কমিশন সূত্র জানায়, রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে ধীরগতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারির কারণে প্রকল্পের কাজে কিছুটা বিঘ্ন ঘটে।